বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিত হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিত হত্যায় জড়িত থাকার অভিযোগে আত্তাব শেখ ওরফে আত্তাব (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তেঁতুলতলা গ্রাম থেকে সোমবার তাকে গ্রেফতার করা হয়।

সিআইডি গতকাল জানায়, ফরিদপুরের পোয়াইল গ্রামে দীর্ঘদিন ‘জামাল’ গ্রুপ এবং ‘হাশমত’ গ্রুপ নামে দুটি দল আধিপত্য বিস্তার ও মামলা মোকদ্দমায় লিপ্ত। প্রায়ই দুই গ্রুপে বিবাদ, মারামারি ও খুনাখুনি হয়। এরকম এক ঘটনায় ২০১৯ সালে জামাল গ্রুপের দেলোয়ার ওরফে দেলু নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় বোয়ালমারী থানায় একটি মামলা হয়। ওই মামলায় হাশমত গ্রুপের ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। যা আদালতে বিচারাধীন। ওই মামলার আসামিরা জামিনে মুক্তি পেয়ে মামলা উঠিয়ে নেওয়ার জন্য প্রতিপক্ষকে চাপ দিতে থাকে। সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান বলেন, এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ১৭ মার্চ প্রতিপক্ষ জামাল গ্রুপকে ঘায়েল করার জন্য আত্তাব শেখ ওরফে আত্তাব সহযোগীদের নিয়ে পরিকল্পিতভাবে আকমল নামে এক নিরীহ দিনমজুরকে গলা কেটে হত্যা করে। ঘটনাটি জামাল গ্রুপ ঘটিয়েছে বলে প্রচার করতে থাকে। আকমলের ছেলে বাদী হয়ে হাশমত গ্রুপের প্ররোচনায় জামাল গ্রুপের ১৭ জনকে আসামি করে বোয়ালমারী থানায় একটি মামলা করে। মামলাটি প্রথমে স্থানীয় থানা পুলিশ তদন্ত করে। এরপর তা তদন্তের ভার সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিটে স্থানান্তর করা হয়। সিআইডি এর প্রকৃত রহস্য উদঘাটন করে আত্তাবকে গ্রেফতার করে। আত্তাব শেখ এলাকায় কুখ্যাত খুনি, ডাকাত এবং পেশাদার অপরাধী হিসেবে পরিচিত।

 

 

সর্বশেষ খবর