বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

খরতাপে নাভিশ্বাস থাকবে চার-পাঁচ দিন

নিজস্ব প্রতিবেদক

দাবদাহে পুড়িয়ে বিদায় নিচ্ছে চৈত্র। গত এক সপ্তাহ ধরেই তাপমাত্রার পারদ উঁচুতে উঠছে। দেশের ৮০ ভাগের বেশি এলাকাজুড়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। বাইরে বের হলেই মুখে এসে লাগছে গরম বাতাসের ঝাপটা। ঘরে-বাইরে প্রচ- গরমে হাঁসফাঁস অবস্থা সবার। আগামী চার-পাঁচ দিনের মধ্যে মেঘ-বৃষ্টির তেমন সম্ভাবনাও দেখছে না আবহাওয়া অধিদফতর। ফলে গরম আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। খরতাপে বোরো ধান, আম ও শাক-সবজি নিয়ে চিন্তিত কৃষক। ফসল বাঁচাতে জমিতে পর্যাপ্ত সেচের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছে কৃষিবিভাগ। আবহাওয়া অধিদফতর বলছে, ৮০ ভাগের বেশি এলাকাজুড়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা আরও সপ্তাহখানে চলতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামিনুর রহমান জানান, টানা ৯ দিন ধরে এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে। আমাদের চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, তীব্র রোদ ও ভ্যাপসা গরমে জেলার খেটে খাওয়া মানুষেরা বিপাকে পড়েছেন। শ্রমিক, দিনমজুর, ভ্যান-রিকশা চালকরা কাজ করতে না পেরে অলস সময় পার করছেন। রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, গতকাল রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে এবং এটা কিছুদিন অব্যাহত থাকবে। আমাদের রংপুর প্রতিনিধি জানান, গত এক সপ্তাহে রংপুরে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। ফ্যানের বাতাসও গরম অনুভূত হচ্ছে। এদিকে তাপমাত্রা সবচেয়ে বেশি ভোগাচ্ছে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষকে। প্রচ- তাপে পুড়ছে খুলনা বিভাগ। এ ছাড়া নগরীগুলোয় দাবদাহের সঙ্গে উড়তে থাকা ধুলোবালি ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে। রাজধানীতে পথে চলতে গেলেই চোখ-নাক দিয়ে ঢুকছে ধুলোবালি। বাড়ছে শ্বাসকষ্টের রোগ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানেই বেড়েছে ১ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। এই ধারা অব্যাহত থাকতে পারে। গতকাল ৩৯ ডিগ্রির বেশি তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, কুষ্টিয়া, রাজশাহী ও ফরিদপুরে। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আবদুল হামিদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গত পরশু তাপ প্রবাহ ছিল পাঁচ বিভাগে। গতকাল নতুন করে সিলেট যোগ হয়েছে। আগামী ৪-৫ দিন এমনটা চলবে বলে মনে করা হচ্ছে। এর পর নতুন পূর্বাভাস দেওয়া যাবে।

 

সর্বশেষ খবর