বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ, যশোরের চৌগাছা ও রাজবাড়ীতে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। ঝিনাইদহে কালবৈশাখী আর শিলাবৃষ্টিতে অর্ধশত বাগানের আম, মাঠের ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিধ্বস্ত হয়েছে বেশ কিছু বাড়িঘর।
চাঁপাইনবাবগঞ্জ : জেলার শিবগঞ্জে বজ্রপাতে শিশুসহ ২জনের মৃত্যু হয়েছে। তারা হলেন, শিবগঞ্জের শ্যামপুর গোপালনগর গ্রামের আবদুল কাদেরের ছেলে শাহিন আলী (২০) ও শ্যামপুর শরৎনগর গ্রামের হারুন আলীর ছেলে অসিম (১২)। এ ঘটনায় লছমনপুর গ্রামের রোজবুল ইসলামের ছেলে নয়ন (১৩) ও গোপালনগর গ্রামের কাশেদ আলীর ছেলে সারোয়ার (১৫) আহত হয়েছে। আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শরৎনগর গ্রামের সাইফুলের আমবাগানে গতকাল দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, বাগানে কাজ করার সময় ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে শাহিন আলী ও অসিম ঘটনাস্থলেই মারা যান, অন্য দুজন আহত হন।
ঝিনাইদহ : জেলায় বজ্রপাতে সুজন মণ্ডল (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বিকাল ৫টার দিকে কুবিরখালী পূর্ব মাঠে এ ঘটনা ঘটে। নিহত সুজন সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের কুবিরখালী গ্রামের রমিজ উদ্দিন মণ্ডলের ছেলে। এ ছাড়া মহেশপুরে বুধবার রাতে কালবৈশাখী আর শিলাবৃষ্টিতে অর্ধশত বাগানের আম, মাঠের ধান, কলা, ভুট্টাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা জানান, প্রায় ১০ মিনিটের শিলাবৃষ্টিতে উপজেলার দত্তনগর ধানের বীজ উৎপাদন খামার, করিঞ্চা, বৈচিতলা, বেগমপুর, নওদাগা, বোয়ালিয়া, নস্তি, পাতিবিলা, স্বরূপপুর, কুশাডাঙ্গা, কুসুমপুর, আজমপুর, মদনপুর, আলামপুরসহ বেশ কয়েকটি গ্রামের মাঠের ধান ঝরে গেছে। নষ্ট হয়েছে ভুট্টা, পাট, কলাসহ অন্যান্য ফসল, অর্ধশত বাগানের আম। বেশ কিছু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।যশোর : জেলার চৌগাছায় ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে সাগর কুমার বিশ্বাস (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত সোয়া ৯টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তারিনিবাস গ্রামে এ ঘটনা ঘটে। সাগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হালদার পাড়ার রবি কুমারের (রবি মালো) ছেলে। তিনি কুমার পেশায় মৎস্যজীবী ছিলেন।
রাজবাড়ী : জেলার গোয়ালন্দের চরে করোলা খেতে বজ্রপাতে মো. সাঈদুল মৃধা (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের খালেক মৃধা পাড়ার মো. জামাল মৃধার ছেলে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার দেবীপুর চরে এ ঘটনা ঘটে।