শুক্রবার, ১৯ মে, ২০২৩ ০০:০০ টা

ধান কাটা নিয়ে সংঘর্ষে রণক্ষেত্র নিহত ১

পাবনা প্রতিনিধি

পাবনার সাঁথিয়ায় ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আবদুল আওয়াল নামে এক কৃষক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। গতকাল সকালে উপজেলার নাগডেমরা ইউনিয়নের সেলন্দা গ্রামে বাধার বিলে এ ঘটনা ঘটে। আওয়াল সেলন্দা গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাধার বিলের জমি নিয়ে সেলন্দা গ্রামের আমজাদ আলী গংয়ের সঙ্গে একই গ্রামের মুজিবর রহমান গংয়ের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। চলতি মৌসুমে ওই জমিতে ধান রোপণ করেন মুজিবর রহমান গং। সকালে ওই বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যান আমজাদ আলী ও তার লোকজন। এতে বাধা দেন মুজিবর রহমান ও তার লোকজন। এ সময় কথা কাটাকাটি থেকে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে টেঁটার আঘাতে মুজিবর পক্ষের আবদুল আওয়াল ঘটনাস্থলেই মারা যান। আহতদের পার্শ্ববর্তী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর