রবিবার, ৪ জুন, ২০২৩ ০০:০০ টা

অজ্ঞান পার্টির খপ্পরে তাবলিগের ১৫ সদস্য

ভোলা প্রতিনিধি

ভোলায় তাবলিগ জামাতে আসা ১৫ সদস্যকে খাবারের সঙ্গে নেশাজাতীয় কিছু খাইয়ে প্রায় ১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এদের মধ্যে গুরুতর অসুস্থ ১৩ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোলা সদরের ভেদুরিয়া গ্রামের একটি মসজিদে এ ঘটনা ঘটে। গতকাল ভোলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম হাসপাতালে গিয়ে অসুস্থদের খোঁজখবর নিয়েছেন। তারা সবাই এখন বিপন্মুক্ত বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। সুস্থ হওয়া তাবলিগ জামাতের মুসল্লি আবদুল কাদের, বাবুল হক, সাইদুর রহমানসহ স্থানীয়রা জানান, দিনাজপুর, ফরিদপুর, কুমিল্লা ও বগুড়া থেকে ১৫ মুসল্লি বুধবার রাতে ভোলায় এসে শহরের একটি মসজিদে অবস্থান করেন। পরদিন দুপুরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া গ্রামের ফয়েজুল রহমান মাস্টার বাড়ি জামে মসজিদে অবস্থান নেন। সেখানে তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ফজরের নামাজের সময় মসজিদের ইমাম ও মুয়াজ্জিন জাগাতে গিয়ে দেখেন তারা গভীর ঘুমে আচ্ছন্ন। সকালের দিকে তাদের দুই সঙ্গী কিছুটা সুস্থ হলে স্থানীয়দের সহযোগিতায় সবাইকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের দাবি, খাবারের সঙ্গে কেউ নেশাজাতীয় কিছু খাইয়ে প্রায় ১ লাখ টাকা নিয়ে গেছেন। ভোলা থানার ওসি (তদন্ত) মো. আবদুল্লা আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ খবর