তিন থেকে চার ফুট উঁচু একেকটি আম গাছ। এসব গাছে ঝুলছে বাহারি আম। ছোট ছোট গাছের ডালগুলো নুয়ে পড়েছে আমের ভারে। বাতাসে পাকা আমের মিষ্টি গন্ধ। কোনো গাছে ঝুলছে গোলাকৃতির আর কোনোটিতে লম্বা আকৃতির আম। বিভিন্ন জাতের আমে রয়েছে ভিন্ন ভিন্ন রং। চায়নার কিংআফ চাকাপাত আমের রং লাল। কলার মতো লম্বা সবুজ রঙের ব্যানানা ম্যাংগো। হলুদ বর্ণের ল্যাংড়া। এসব লাল, হলুদ আর সবুজ রঙের আমে দৃষ্টিনন্দন হয়ে আছে বাগানটি। বাহারি এই আম বাগানটির দেখা মেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তর-উত্তরসুর গ্রামে। এই বাগানে রয়েছে ২৬ প্রজাতির ৪ হাজার ৫০০টি বিদেশি ও ৪০ প্রজাতির ৪৫০টি দেশীয় ফলের গাছ। লন্ডন প্রবাসী কাজী আয়শা মণি শখের বসে এই বাগনটি গড়ে তোলেন। এখানে সাথী সফল হিসেবে উচ্চ ফলনশীল বিভিন্ন সবজির চাষও করা হয়েছে। তার শখের এই বাগান হয়ে উঠেছে এখন অর্থনৈতিক সম্ভাবনাময়। দুই বছর আগে ৭ কেয়ার (১ কেয়ার সমান ৩০ শতাংশ) জমিতে কাজী অ্যান্ড আজাদ এগ্রো ফার্ম নামে এই বাগান করা হয়। এখন তা বেড়ে ২৫ কেয়ারে দাঁড়িয়েছে। বাগানে গিয়ে দেখা যায়, গাছে গাছে ঝুলছে বিদেশি জাতের ব্যানানা ম্যাংগো, ডকমাই, কিংআফ চাকাপাত, কিউজার আম। রয়েছে দেশি জাতের বারি-১১, বারি-৪, ল্যাংড়া, হাঁড়িভাঙা ও আম্রপলি জাতের আম। কোনো গাছের আম পেকে হলুদ হয়ে আছে। কোনোটি পাকা শুরু হয়েছে। বাগানে কোনো সার বা কীটনাশকের ব্যবহার করা হয় না। পুরোপুরি অরগানিক পদ্ধতিতে এখানে ফল চাষ করা হয়। বাগানে রয়েছে ১ হাজারের বেশি আম গাছ। প্রথম বছরে ফলন হয় ২৮০ কেজি (৭ মণ) আম। এ বছর হয়েছে ১ হাজার কেজি। এ বাগানে আরও রয়েছে ২৬ প্রজাতির ৪ হাজার ৫০০টি বিদেশি ফলের গাছ। আছে সাউথ আফ্রিকান হলুদ মালটা, থাই বার মাসি মালটা, থাই কাডিমুন বারমাসি, রেড আইবেরি, ইন্ডিয়ান আলপানস, এমেরিকান পালমার, অগ্নিশ্বর কলা, চাইনিজ কমলা, থাই জামবুরা, দার্জিলিং কমলা, বোম্বাই লিচু, চায়না-৩ লিচু, চায়না টক কুল, বল সুন্দরী কুল, ছফেদা, আনার, একোকেডু, থাই পিংক কাঁঠাল, থাই বারমাসি কাঁঠাল, থাই লংগান, রামভুটান, জি নাইন কলা, মিষ্টি তেঁতুল ও ভীয়েতনামের খাটো নারিকেল। রয়েছে পেঁপে ও পেয়ারাসহ দেশীয় ৪০ প্রজাতির ৪৫০টি ফলের গাছ। বাগানের ভিতর রয়েছে মাছের ও গরুর খামার। কাজী আয়শা মণি বলেন, আমের ফলন দেখে খুব ভালো লেগেছে। বিদেশে কষ্টে উপার্জন করা টাকা দেশে বিনিয়োগ করলে ক্ষতি নেই। আমার এই বাগান এর একটি বড় উদাহরণ।
শিরোনাম
- জমি নিয়ে বিরোধে শিশুকে নির্যাতনের অভিযোগ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ
- কানাডায় হামের প্রাদুর্ভাব
- সিরাজগঞ্জে হামলায় বৈষম্যবিরোধীর ৩ প্রতিনিধি আহত
- তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কবে জানাল আবহাওয়া অফিস
- পাকিস্তানের ঋণ সহায়তা আজ পর্যালোচনা করবে আইএমএফ
- শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার
- যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন : ডা. জাহিদ
- সাতক্ষীরার সীমান্তে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক, সতর্ক বিজিবি
- ‘জুলাই স্পিরিটের’ সাথে প্রতারণাকারীরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে : শিবির সভাপতি
- আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা জানাল সরকার
- গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: সারজিস
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে ছাত্রজনতার ঢল
- বিলবাওকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে ম্যানইউ
- সীমান্তে যুদ্ধাবস্থা: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
- ভারতের ৭৭ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের
- পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলায় নবজাতকসহ নিহত ৫
- শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
- যমুনার সামনেই জুমা পড়লেন আন্দোলনকারীরা
- যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
শখের বাগানে বাহারি আম
দীপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম