মার্কিন কংগ্রেসের ‘টম ল্যান্টস মানবাধিকার কমিশন’র উদ্যোগে ১৫ আগস্ট ‘বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি : হালনাগাদ’ শিরোনামে অনুষ্ঠিত শুনানি অনুষ্ঠিত হয়েছে। এদিন বিএনপি-জামায়াতের ভাষায় ‘শেখ হাসিনা-সরকার কর্তৃক বিরোধী দলের নেতা-কর্মীদের বিচারবহির্ভূত হত্যা, গুম এবং সাংবাদিকসহ সরকারের সমালোচকদের অত্যাচারের’ ধারাবিবরণী উপস্থাপন করা হয়। সঞ্চালনা করেন তারিক আহমেদ। প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ আশরাফুজ্জমান। তিনি শেখ হাসিনা সরকারের শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ করে বলেন, ২০২১ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ১০৭টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। গত বছর ৪টি। অর্থাৎ র্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা কমলেও বিরোধী মতবাদ পোষণকারীদের দমন-পীড়ন অব্যাহত আছে বলে মন্তব্য করেছেন আশরাফুজ্জামান। ভার্র্চুয়ালে অনুষ্ঠিত এ শুনানিতে বক্তা ছিলেন রবার্ট কেনেডি হিউম্যান রাইটসের ক্রিস্টি উয়েডা, হিউম্যান রাইটস ওয়াচের জুলিয়া ব্লেকনার এবং ইউএস, ইনস্টিটিউট অব পিস ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের এশিয়া-প্যাসিফিক ডিভিশনের অ্যাডভাইজার ডক্টর জেফ্রি ম্যাকডোনাল্ড। হোস্ট করেন কংগ্রেসম্যান (ডেমোক্র্যাট) জেমস পি ম্যাকগভার্ন এবং রিপাবলিকান কংগ্রেসম্যান ক্রিস্টোফার এইচ স্মিথ। তারা দুজন হলেন আয়োজক সংগঠনের কো-চেয়ার। শুনানির সারাংশ তারা কংগ্রেসে সাবমিট করবেন। উল্লেখ্য, ১৫ আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যার দিবস তথা জাতীয় শোক দিবস সত্ত্বেও এই শুনানিতে তার কোনো ছাপ পরিলক্ষিত না হওয়ায় অংশগ্রহণকারীদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। একজন প্রসঙ্গটির অবতারণা করলেও সঞ্চালক তা আমলে নেননি বলে জানা গেছে। প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন উঠেছিল যে, ১৫ আগস্টকে কেন এই শুনানির জন্য বেছে নেওয়া হলো। কিন্তু সঞ্চালক এই প্রশ্নটি এড়িয়ে যান। কমিউনিটি লিডার ও ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম সংগঠক ড. দিলীপ নাথ এই শুনানিতে ছিলেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, শুনানির নামে প্রহসনের নাটক মঞ্চস্থ করা হয়েছে।
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে শুনানির আয়োজন করা হলো, অথচ আত্মপক্ষ সমর্থনের জন্য বাংলাদেশ সরকারের অথবা ক্ষমতাসীন দলের কাউকে সুযোগ দেওয়া হয়নি।