বিহঙ্গ দ্বীপ সংলগ্ন পাথরঘাটার রুহিতা বটতলায় এক আড়তদারের মাছপাত্রে (ককসিড) মিলেছে ১০ ফুট লম্বা অজগর সাপ। আড়তদার হেলাল প্রতিদিনের মতো সকালে আড়ত খুলে মাছ সংরক্ষণের ওই পাত্রের দিকে তাকাতেই দেখেন অজগর ফনা তুলে আছে। গতকাল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বন্যপ্রাণী প্রেমি জাকির মুন্সি ওই অজগরটিকে উদ্ধার করেন।
তিনি জানান, আড়তে মাছ সংরক্ষণের জন্য রাখা পাত্রের মধ্যে সাপ দেখে ভয়ে চিৎকার দেন হেলাল। তিনি পরে খবর দিলে দ্রুত ওই আড়তে গিয়ে অজগরটিকে উদ্ধার করে বনবিভাগকে খবর দিই।
তারা এসে এটি সুন্দরবনে অবমুক্ত করে। জাকির মুন্সি আরও বলেন, ‘এর আগেও আমি দেড় শতাধিক অজগর উদ্ধার করেছি, যা সুন্দরবনসহ বিভিন্ন বনে অবমুক্ত করেছি।’ বনবিভাগের টেংরা বিটের বিট কর্মকর্তা মহিদুর রহমান জানান, অজগরটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        