কখনো ইলশেগুড়ি তো কখনো মুষলধারে। মঙ্গলবার শুরু হওয়া টানা বৃষ্টিপাত চলেছে গতকালও। তবে আজ থেকে বৃষ্টি কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে টানা বৃষ্টি-জলাবদ্ধতায় বিপাকে পড়েছে রাজধানীর নিম্ন আয়ের মানুষ। সরেজমিনে গিয়ে দেখা যায়, একটানা বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। বছরজুড়ে দুই সিটি করপোরেশনের খোঁড়াখুঁড়ি ও উন্নয়ন কাজ চলমান থাকায় বৃষ্টি এলেই অবধারিতভাবে দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। গতকাল জুমার নামাজ শেষে কথা হয় দিনমজুর আখলাস উদ্দিনের সঙ্গে। মহাখালীর সাত তলা বস্তিতে থাকেন তিনি। গত তিন দিন রাজধানীজুড়ে প্রবল বৃষ্টির তোড়ে কাজে যেতে পারেননি আখলাস। টানা বৃষ্টিতে পানি জমেছে বসবাসের খুপরিতেও। কাজে না যেতে পারায় হাতও খালি, পড়েছেন বিপাকে। একটি ফুড ডেলিভারি সার্ভিস কোম্পানিতে চাকরি করেন আরমান পাটোয়ারী। বৃষ্টিতে দুর্দশা নিয়ে জানতে চাইলে বলেন, ‘গতকাল তেজগাঁওয়ে একটা ডেলিভারি দিতে গিয়েছিলাম। তখন প্রচ- বৃষ্টি। রাস্তায় কিছুই দেখা যাচ্ছিল না। সাইকেল নিয়ে পড়লাম গর্তে। আহত হয়েছি, শরীর খারাপ। কিন্তু নিরুপায় হয়ে আজ আবার বেরিয়েছি।’ কথা হয় এক বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি মারুফ হোসেনের সঙ্গে। মারুফ থাকেন মহাখালী দক্ষিণপাড়ায়। তার দায়িত্ব দোকান থেকে পণ্যের ক্রয়াদেশ নেওয়া। তিনি বলেন, ‘তিন দিন ধরে বৃষ্টিতে ভিজে কাজ করতে হচ্ছে। কোম্পানি তো আর বসিয়ে বেতন দেবে না। সড়কে বিভিন্ন জায়গায় পানি জমে আছে। আজ অসুস্থ হয়ে গেছি। কিন্তু নিরুপায়।’ এদিকে সড়কের পাশের চা-দোকানি, ফুটপাতের হকারসহ একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, বৃষ্টিতে তারা দোকান খুলতে পারছেন না দুই দিন ধরে। দু-এক বার খুললেও বৃষ্টির বাগড়ায় ফের মালামাল গুটিয়ে বাসায় ফিরতে হয়েছে। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘মৌসুমি বায়ুর বিদায়বেলায় সাধারণত বৃষ্টি বেড়ে যায়। এবার স্থল নিম্নচাপের সঙ্গে যুক্ত হওয়ায় বৃষ্টি বেড়ে গেছে।’ আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘সাগরে সৃষ্ট লঘুচাপ এবং এখনো মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এর প্রভাবে ভারী বৃষ্টি হচ্ছে। শনিবার থেকে এ বৃষ্টি কমে আসতে পারে।’ আবহাওয়া অধিদফতর জানায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশ ও আশপাশ এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ময়মনসিংহে ৩৭৮ মিলিমিটার। এ ছাড়া ঢাকায় ৬৫, রাজশাহীতে ৮১, রংপুরে ১০, সিলেটে ৫১, চট্টগ্রামে ৫৫, খুলনায় ৫ এবং বরিশালে ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বেশি বৃষ্টি হওয়া এলাকাগুলোর মধ্যে নেত্রকোনায় ৩৫১, নিকলিতে ৩১১, টাঙ্গাইলে ২৩০, ফরিদপুরে ২৩০, যশোরে ১১৯, বগুড়ায় ১৩৪ ও কুমারখালীতে ১২৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
শিরোনাম
- সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে সিরিয়ার এইচটিএসকে বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র
- আইসিসির মাসসেরার দৌড়ে রাবাদা-মার্করামের সঙ্গে নিসাঙ্কা
- পাকিস্তানে বৃষ্টি-বন্যায় ১৯ জনের প্রাণহানি
- গাজায় হামলা চালাতে গিয়ে পুঁতে রাখা বোমায় ৫ ইসরায়েলি সেনা নিহত
- ৩৫ শতাংশ শুল্কের কথা জানিয়ে ড. ইউনূসকে ট্রাম্পের চিঠি
- বাংলাদেশসহ ১৪ দেশে শুল্কের সময়সীমা ‘চূড়ান্ত নয়’, দর-কষাকষির ইঙ্গিত ট্রাম্পের
- আফতাবনগরে দেয়াল ধসে পড়ে শ্রমিকের মৃত্যু
- কক্সবাজার সীমান্তে এক লাখ পিস ইয়াবা উদ্ধার
- যাত্রাবাড়ীতে গ্রীল কেটে প্রবেশ করে বৃদ্ধকে হত্যা
- ব্রিটেনে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বাংলাদেশের সবজি
- টানা ২ বছর ক্ষেপণাস্ত্র ছুড়লেও মজুদ শেষ হবে না, হুঁশিয়ারি ইরানি কমান্ডারের
- হেরে যাওয়ার সেই ধারা ভাঙতে পারলেন জোকোভিচ
- ক্লাব বিশ্বকাপে চমক দেখিয়ে প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ান ফুটবলার
- ১৪ বছর পর নতুন করে ফিরছে আজম খানের 'উচ্চারণ'
- টানা ৯ দিন পানি ছাড়া কিছুই খান না নার্গিস
- গাজা গণহত্যায় অংশগ্রহণকারী ইসরায়েলি সেনার আত্মহত্যা; ‘শুধুই লাশের গন্ধ পেতেন’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৮ জুলাই)
- বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক রাখলেন ট্রাম্প
- ইলন মাস্ককে রাজনীতি থেকে দূরে থাকতে বললেন মার্কিন মন্ত্রী
- দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কৃষকদলের সদস্য সচিব বহিষ্কার
টানা বৃষ্টি-জলাবদ্ধতায় বিপাকে রাজধানীর নিম্ন আয়ের মানুষ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে সিরিয়ার এইচটিএসকে বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র
১ সেকেন্ড আগে | পূর্ব-পশ্চিম

মাদারীপুরে হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত
৪৭ মিনিট আগে | দেশগ্রাম

বাংলাদেশসহ ১৪ দেশে শুল্কের সময়সীমা ‘চূড়ান্ত নয়’, দর-কষাকষির ইঙ্গিত ট্রাম্পের
২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গাজা গণহত্যায় অংশগ্রহণকারী ইসরায়েলি সেনার আত্মহত্যা; ‘শুধুই লাশের গন্ধ পেতেন’
৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

টানা ২ বছর ক্ষেপণাস্ত্র ছুড়লেও মজুদ শেষ হবে না, হুঁশিয়ারি ইরানি কমান্ডারের
২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মিয়ানমারে সশস্ত্র দুই গোষ্ঠীর মাঝে তুমুল সংঘর্ষ, পালাচ্ছে হাজার হাজার মানুষ
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কথিত ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ সন্দেহে বীরভূমের বাংলাভাষী পরিবার এখন বাংলাদেশে
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম