বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন যে সরকারের পথরেখা অনুসারে চলবে তার প্রমাণ তারা (নির্বাচন কমিশন) নিজেরাই দিচ্ছে। সরকারের সাজানো প্রশাসনের কোনো রদবদল করবে না বলে তারা জানিয়েছেন। তাদের জন্য এটাই স্বাভাবিক। গতকাল বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, ‘এ নির্বাচন কমিশন কী করে গ্যারান্টি দিতে পারে যে, এখানে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। এ নির্বাচনে অংশগ্রহণের অর্থই হলো নির্বাচনি আত্মহত্যা।’ এ সময় জামায়াতের নিবন্ধন প্রসঙ্গে রিজভী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ২০১৩ সালে হাই কোর্টে সংখ্যাগরিষ্ঠের রায়ে বাতিল করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যে আপিল করা হয়েছিল গতকাল (রবিবার) তা ‘ডিসমিস ফর ডিফল্ট’ করা হয়েছে। আপিলকারী দল রায়টিকে ‘ন্যায় ভ্রষ্ট’ বলে উল্লেখ করে তাদের সুবিচার থেকে বঞ্চিত করার অভিযোগ করেছে।
সাবেক এমপি দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও সাবেক এমপি জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকনকে কারাগারে ডিভিশন না দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে রিজভী বলেন, ‘সংসদ সদস্য ছিলেন তাদের ডিভিশন হয় না। তাদের অমানবিক পরিবেশে মেঝেতে থাকতে দেওয়া হয়েছে। মেঝের ঠান্ডায় তারা শ্বাসকষ্টসহ নানাবিধ রোগে ভুগছেন। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কারা কর্তৃপক্ষ এখনো তাদের ডিভিশন দিচ্ছে না।