বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তহবিল গঠন করেছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশে জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী জয়েস মসুয়া জাতিসংঘের নিজস্ব সেন্ট্রাল ইমারজেন্সি রেসপন্স ফান্ড (সিইআরএফ) থেকে ৪ মিলিয়ন ডলার বরাদ্দ করেছেন।
বন্যায় ক্ষতির পরিমাণ উল্লেখ করে ডুজারিক বলেন, গত মাসের শেষ থেকে বন্যায় বাংলাদেশে প্রায় ৬০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৩ হাজার ৪০০ আশ্রয় কেন্দ্রে এ আকস্মিক বন্যায় ৫ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। এ ছাড়া বন্যার ফলে শিক্ষাকার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এ তহবিলের অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে। তিনি আরও বলেন, জাতিসংঘের তথ্যমতে, বন্যায় ৭ হাজারের বেশি বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। এ ছাড়া স্মরণকালের এ ভয়াবহ বন্যায় ১৫৬ মিলিয়ন ডলারের বেশি প্রাণী ও মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় দেশের পূর্বাঞ্চলে যে মানবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নিরসনে কাজ করছে জাতিসংঘ। মানবাধিকারকর্মী এবং সরকারের নেতৃত্বে যে কাজ চলছে তাতেও সহযোগিতা করার কথা জানিয়েছেন সংস্থাটির মহাসচিবের মুখপাত্র। তিনি বলেন, ‘আমরা এ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকিপূর্ণ সম্প্রদায়গুলোকে সাহায্য করার চেষ্টা করছি।’