প্রতিনিয়তই বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলছে। আলু, পিয়াঁজ ও ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বাজারে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করা ও বাজার মনিটরিং বৃদ্ধি করাসহ আট দফা দাবি জানিয়েছে সংগঠনটি। সিন্ডিকেট, আমদানি জটিলতা ও তদারকির অভাবে এসব নিত্যপণ্যের দাম বেড়ে চলছে বলে মনে করেন তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন, ক্যাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূইয়া, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ, ক্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য মোহা. শওকত আলী খান প্রমুখ। নিত্যপণ্যের অযৌক্তিক মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে রুহিন হোসেন প্রিন্স বলেন, সরকার অনেক বিষয় সংস্কারের কথা বলছেন, কিন্তু বাজারব্যবস্থা সংস্কারে হাত দিচ্ছে না। বাজারব্যবস্থা সংস্কার ছাড়া প্রচলিত ব্যবস্থা সচল রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ক্যাবের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ বলেন, বিগত সরকারের সময়ে সিন্ডিকেটের সঙ্গে জড়িত মুনাফা ভোগীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় বাজারের অস্থিরতা কমছে না।
কথিত সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যস্থা নেওয়া না হলে বাজারের শৃঙ্খলা ফিরবে না। সভাপতির বক্তব্যে ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূইয়া বলেন, ভরা মৌসুমেও আলু-পিঁয়াজের দাম চড়া। খোলা ভোজ্য তেল বিক্রি নিষিদ্ধ থাকলেও বাজারে তা পাওয়া যাচ্ছে। ডিমের বাজার বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের হাতে জিম্মি, তারা ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে। এখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এ বিষয়ে আইন আছে, কিন্তু তার বাস্তবায়ন নাই। যার কারণে বাজার অস্থির। তিনি আরও বলেন, নির্বাচন সংস্কার কমিশন বা সংবিধান সংস্কার কমিশনসহ অনেক কমিশন গঠন করা হয়েছে। কিন্তু বাজার নিয়ন্ত্রণ কমিশন গঠন করা হয় নাই। অথচ এই কমিশন সবার আগে গঠন করা দরকার ছিল। আমরা উদাত্ত আহ্বান জানাব- নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে কমিশন গঠন করুন এবং সেখানে আমাদের ডাকুন। আমরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করব। ভোক্তার স্বস্তি ফেরাতে ক্যাব সর্বাত্মক সহযোগিতা করবে।