যশোরে পৃথক ঘটনায় ছেলের হাতে বাবা ও ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। ভাই খুনের ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। গতকাল দুপুর ১২টার দিকে সদর উপজেলার ইছালী ইউনিয়নের যুগী মাঠপাড়ায় শহিদুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে কোদাল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন তার আপন চাচাতো ভাইয়েরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ভর্তি হওয়ার কিছুক্ষণ পর মারা যান তিনি। যশোর কোতোয়ালি থানার ওসি (ভারপ্রাপ্ত) কাজী বাবুল হোসেন বলেন, জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রাসেল (২৫), বিল্লাল (৪৫) ও এখলাস (৪০) নামে তিনজনকে আটক করা হয়েছে। আটক তিনজন সম্পর্কে আপন ভাই এবং তারা নিহত শহিদুল ইসলামের আপন চাচাতো ভাই। ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে গতকাল ভোররাতে চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামে শরিফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিজের ছেলে মোহাম্মদ রবিনের (২১) হাতে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকেই রবিন পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সাহরির সময় রবিন ধারালো গাছি-দা দিয়ে তার বাবার মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তার মায়ের চিৎকারে প্রতিবেশীরা গিয়ে শরিফুলকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশীরা জানায়, নিহত শরিফুল বর্তমানে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার করছিলেন। ছেলে রবিনও সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেন। বেশ কিছুদিন ধরেই বাবা-ছেলের সংসারে বনিবনা হচ্ছিল না। যার পরিপ্রেক্ষিতে ১৫-১৬ দিনে আগে শরিফুল ইসলাম ছেলে রবিনকে পারিবারিকভাবে আলাদা করে দেন। নিহত শরিফুলের ভাই গোলাম মোস্তফা বলেন, আলাদা হওয়ার পর থেকে তারা ভালোই ছিলেন। হঠাৎ করে রবিন কেন এরকম করল, তারা বুঝতে পারছেন না। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, পারিবারিক কলহের কারণেই এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
শিরোনাম
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- চিন্ময় দাসের জামিন স্থগিত
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি
- আইন মন্ত্রণালয় দ্রুত সময়ে মতামত না দেওয়ায় ইশরাকের গেজেট প্রকাশ ইসির
- চিন্ময় দাসের জামিন হাইকোর্টে
- ‘পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করব, তাদের চটাব না’
যশোরে ছেলের হাতে বাবা, ভাইয়ের হাতে ভাই খুন
নিজস্ব প্রতিবেদক, যশোর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর