চলতি বছরের মার্চে নির্যাতনের শিকার হয়েছেন ৪৪২ জন নারী। এর মধ্যে ১৬৩ জন ধর্ষণের শিকার হয়েছেন। ৩৬ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হন। দুজনকে ধর্ষণের পর হত্যা করা হয় এবং দুজন ধর্ষণের কারণে আত্মহত্যা করেন। এ ছাড়া ৭০ জন ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন বলে তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন পরিষদের ‘আন্দোলন’ সম্পাদক রাবেয়া বেগম শান্তি।
তিনি জানান, বর্তমানে নারীর প্রতি বিদ্বেষমূলক আচরণ ও ভাষা তাদের স্বাধীন চলাফেরাকে বাধাগ্রস্ত করে তুলছে। যেখানে সেখানে পোশাক ও চলাফেরা নিয়ে নারী অপমানিত হচ্ছে। নারীকে নানাভাবে শারীরিক ও মৌখিকভাবে হেনস্তা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর প্রতি ঘৃণা ছড়ানো হচ্ছে। এর বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ফলে সহিংসতার মাত্রা বেড়েই চলেছে।