চাঁদা না পেয়ে সোনারগাঁয়ের চর হোগলা গ্রামে সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে এক গৃহবধূর বাড়িতে হামলা ভাঙচুর চালিয়ে নগদ ৫ লাখ টাকাসহ ৪৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ বিষয়ে ভুক্তভোগী গৃহবধূ রেশমা বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি শম্ভুপুরার সাবেক ইউপি সদস্য মৃত নাসির উদ্দিনের স্ত্রী। লিখিত অভিযোগে রেশমা বেগম উল্লেখ করেছেন, ৭ মে রাত আনুমানিক ৮টার দিকে ৩০ জনেরও বেশি সশস্ত্র হামলাকারী তার চর হোগলা বাড়িতে হামলা চালায়। তারা প্রথমে বাড়ির গেটের তালা ভেঙে প্রহরী আবদুর রহমানকে মারধর করে।
এরপর ঘরে প্রবেশ করে ভাঙচুর চালিয়ে লুটে নেয় ছয়টি এয়ার কন্ডিশনার, দুটি ফ্রিজ, নগদ ৫ লাখ টাকা এবং আলমারিতে রাখা প্রায় ৪৫ ভরি স্বর্ণালংকার। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার পরিবারের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবি না মানায় পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালায়। হামলার সময় বাড়িতে থাকা মহিলারা আতঙ্কিত হয়ে পড়েন।
জানা গেছে, অভিযুক্তদের অধিকাংশই এলাকার পরিচিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও লুটপাটসহ একাধিক মামলা রয়েছে। অভিযুক্ত ফারুক অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত হলেও বর্তমানে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফের ত্রাস সৃষ্টি করছেন। আরেক অভিযুক্ত শাহাদাতের বিরুদ্ধেও একাধিক চাঁদাবাজি ও হত্যা মামলা রয়েছে। স্থানীয়রা জানান, ঘটনার রাতে আশপাশের আরও কয়েকটি বাড়িতে হামলা চালানো হয়। এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, অভিযোগটি গুরুত্বসহকারে গ্রহণ করা হয়েছে। ঘটনার সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।