হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আবদুল আউয়াল বলেছেন, শাপলা চত্বরের রক্তের বিনিময়ে আল্লাহ ফ্যাসিস্টকে অপমান করে বের করে দিয়েছেন। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো বাংলাদেশে রয়ে গেছেন। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন। এ দেশের তৌহিদি জনতাকে আহ্বান করব ফ্যাসিস্টদের কোনো দোসর যেন পদে বহাল হতে না পারেন। তাদের চাকরিচ্যুত করে মামলার আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হোক।
গতকাল সন্ধ্যায় ফতুল্লার কাশীপুর এলাকার হাজিপাড়া মাদরাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন শাপলায় গণহত্যার বিচার ও শহীদদের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ ওলামা পরিষদের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আবদুল আউয়াল বলেন, ‘আমরা বদর দেখি নাই, উহুদ দেখি নাই, খন্দক দেখি নাই কিন্তু আমরা শাপলা চত্বর দেখেছি।
এই শাপলা চত্বরের গণহত্যা করুণ দৃশ্য দেখলে বদর, উহুদ ও খন্দকের যুদ্ধের স্মৃতি মনে পড়ে। একদল ইসলামপ্রেমী শাপলা চত্বরে গিয়েছিলেন আল্লাহর রসুলের ইজ্জত রক্ষার জন্য ব্লগারদের বিরুদ্ধে। আমাদের মামলাগুলো প্রত্যাহার করতে হবে। যারা শহীদ ও পঙ্গু হয়েছেন তাদের ক্ষতিপূরণ দাবি করছি।