পিরোজপুরের ভান্ডারিয়ায় বাদল খান (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাত ১১টার দিকে উপজেলার ধাওয়া গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে। বাদল খান ধাওয়া গ্রামের মৃত আজিজ খানের ছেলে। তিনি পেশায় চা বিক্রেতা। নিহতরা হলেন বাদলের স্ত্রী চম্পা বেগম (৩২) ও শাশুড়ি বিলকিস বেগম (৫০)। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের কারণে বাদলের আগের তিন স্ত্রী তাকে ছেড়ে চলে যান। দ্বিতীয় স্ত্রীর ঘরে তার দুই সন্তান রয়েছে। ২০ দিন আগে বাদল চম্পা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে চম্পার সঙ্গেও তার ঝগড়া লেগে থাকত। সোমবার রাত ১১টার দিকে কলহের জেরে বাদল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে স্ত্রী এবং শাশুড়িকে হত্যা করে ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যান। এ সময় ঘরে থাকা বাদলের শিশুসন্তান পাশের বাড়িতে গিয়ে জানালে প্রতিবেশীরা এসে আগুন নিভিয়ে দুজনের লাশ উদ্ধার করে। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত সংগ্রহ করেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের কারণ তদন্তের পর বলা যাবে।