দেশজুড়ে আবহাওয়া গরম। প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। গতকাল ঢাকাসহ দেশের কোথাও কোথাও আকাশ মেঘলা থাকায় গরমের তীব্রতা গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম ছিল। এমনি অবস্থায় আজ স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে তাপপ্রবাহ থেকে জনসাধারণকে সুরক্ষিত রাখতে কিছু নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ বিষয়ে জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, দুপুরের সময় (বিশেষ করে দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত) অপ্রয়োজনে বাইরে না যাওয়ার জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়েছে। জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে ছাতা বা কাপড় দিয়ে রোদ থেকে নিজেকে রক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রচণ্ড তাপপ্রবাহে বেশি করে বিশুদ্ধ পানি পান, হালকা ও ঢিলেঢালা জামাকাপড় পরা, ঘন ঘন গোসল করা এবং বাসি ও খোলা খাবার এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া ঘরের ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য ছাদে পানি ঢালা ও জানালা খোলা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রস্রাবের রঙের দিকে লক্ষ্য রাখতে হবে। গাঢ় হলুদ রঙের প্রস্রাব হলে অবশ্যই পানি পানের পরিমাণ বাড়াতে হবে। গরমে অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গরমে শিশু, অন্তঃসত্ত্বা, বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধী ব্যক্তি, রিকশাচালক, কৃষক, নির্মাণশ্রমিক, দিনমজুর, স্থুলকায় ব্যক্তি ও শারীরিকভাবে অসুস্থ ব্যক্তি, বিশেষ করে হৃদ?রোগ ও উচ্চ রক্তচাপের রোগী, তারা বিশেষভাবে সাবধান থাকবেন। যে কোনো পরামর্শের জন্য ‘স্বাস্থ্য বাতায়ন’-এর ১৬২৬৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
বজ্রপাত ও কালবৈশাখিতে গাছচাপায় তিনজনের মৃত্যু : বজ্রপাতে চট্টগ্রামের বাঁশখালীতে জমিতে কাজ করার সময় এক কৃষকের ও হবিগঞ্জে গরু চরাতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ছাড়া গাইবান্ধায় কালবৈশাখিতে গাছের ডাল ভেঙে পড়ায় এক র্যাব সদস্য মারা গেছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
চট্টগ্রাম : বাঁশখালী উপজেলায় সবজি খেতে কাজ করার সময় বজ্রপাতে মোহাম্মদ ফিরোজ আহমদ (৩৬) নামে এক কৃষক মারা গেছেন। গতকাল সকাল ৯টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ গ্রামে এ ঘটনা ঘটে। ফিরোজ ওই এলাকার বাসিন্দা। শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী জানান, সকালে ফিরোজ সবজি খেতে কাঁকরোল তুলতে গিয়েছিলেন। হঠাৎ বজ্রপাত শুরু হয়। কিছুক্ষণের মধ্যে অন্যান্য কৃষক ও স্থানীয়রা তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। পরে উদ্ধার করে বাড়ি আনা হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
হবিগঞ্জ : লাখাই উপজেলার ধলেশ্বরী নদীর তীরে বজ্রপাতে আজগর আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। আজগর আলী উপজেলার সুজনপুর গ্রামের বাসিন্দা। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, সকাল সাড়ে ৯টার দিকে নিজের গরু চরানোর জন্য আজগর আলী গ্রামের অদূরে ধলেশ্বরী নদীর তীরে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে বাড়ি নেওয়া হয়।
গাইবান্ধা : সদর উপজেলায় কালবৈশাখিতে গাছের ডাল ভেঙে পড়ায় আবু বক্কর সিদ্দিক (২৭) নামে এক র্যাব সদস্য মারা গেছেন। রবিবার রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর আঞ্চলিক সড়কের সাহার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়ার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কনস্টেবল। পুলিশ ও স্থানীয়রা জানান, তিনি ওই সময় ক্যাম্পে ফিরছিলেন। তার সঙ্গে থাকা আরেক সদস্য আহত হয়েছেন।