ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনালাপ করেছেন। গতকাল দুই নেতার সঙ্গে এ ফোনালাপ ২ ঘণ্টারও বেশি সময় ধরে চলে। সূত্র : রয়টার্স। আলাপের ফলাফল সম্পর্কে বিস্তারিতভাবে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। তবে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম পুতিনকে উদ্ধৃত করে জানিয়েছে, তার দেশ যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য একটি স্মারকলিপিতে ইউক্রেনের সঙ্গে কাজ করতে প্রস্তুত। পুতিনের সঙ্গে কথা বলার পর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটো নেতাদের সঙ্গে ফোনে কথা বলবেন।