আট মাসের মাথায় পররাষ্ট্র সচিব জসীমউদ্দিনকে সরিয়ে নতুন মুখ আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। দু-এক দিনের মধ্যে তার উত্তরসূরির নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সূত্রের খবর, নতুন পররাষ্ট্র সচিব হিসেবে যুক্তরাষ্ট্রে বর্তমান রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম যোগ দিচ্ছেন। ইতোমধ্যে প্রধান উপদেষ্টা তার নিয়োগে অনুমোদন দিয়েছেন।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব অপসারণের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, অপসারণের কোনো বিষয় নাই। পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে হয়তো সরে যেতে চান এবং আমরা তাকে সরে যেতে দিচ্ছি। সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান। উনি আগামী দু-এক দিনের মধ্যে দায়িত্বটি ছেড়ে দেবেন। নতুন কে হবেন, এমন প্রশ্নে একসময় পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করা তৌহিদ হোসেন বলেন, দু-এক দিনের মধ্যে আপনারা জানতে পারবেন। বাইরের চাপে পররাষ্ট্র মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিচ্ছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, একটা বিষয় হলো কি, যে কোনো সিদ্ধান্তের পেছনে অনেকের স্বার্থ, তাদের বিভিন্ন মতামত, এগুলো থাকেই। এটা সরকারের, কখনোই কোনো সিদ্ধান্ত একজনে নিয়ে নেয় না, এরকম বিবেচনায় অনেক সময় সিদ্ধান্ত পরিবর্তনও হয়। দেখা যাক।