টাঙ্গাইলে ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ভোট চুরির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান নির্বাচন কমিশনারসহ ১৯৩ জনের বিরুদ্ধে আদালতে সোমবার মামলা করা হয়। ৪৮ ঘণ্টার মধ্যে সেই মামলাটি প্রত্যাহার করা হয়েছে। গতকাল সকালে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভূঞাপুর উপজেলা আমলি আদালতে বাদী কামরুল হাসান মামলাটি প্রত্যাহারের আবেদন করেন। আদালতের বিচারক রুমেলিয়া সিরাজাম মামলার বাদী ও বাদীপক্ষের আইনজীবী আবু রায়হান খানের বক্তব্য শোনেন এবং মামলাটি নথিজাত করার আদেশ দেন। টাঙ্গাইল আদালতের পরিদর্শক মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতের পরিদর্শক মো. লুৎফর রহমান জানান, আদালতের বিজ্ঞ বিচারক রুমেলিয়া সিরাজাম বাদীপক্ষের আইনজীবীর বক্তব্য শোনেন। পরে মামলাটি নথিজাতের আদেশ দেন। এতে মামলাটি আর চালানোর প্রয়োজন রইল না।
এদিকে, মামলায় স্থানীয় পাঁচ সাংবাদিককে আসামি করায় জেলাজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দিনভর নানা নাটকীয়তার পর অভিযুক্ত পাঁচ সাংবাদিকের নাম বাতিল চেয়ে বাদী কামরুল হাসান আদালতে অনাপত্তিপত্র দেন। মামলার বাদী ভূঞাপুরের অলোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান জানান, ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা মামলাটি প্রত্যাহার করতে বলেন। প্রত্যাহারের সিদ্ধান্তটি বিএনপির ওপর মহল থেকে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।