গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ২৫ কেজি ওজনের একটি পাঙাশ ধরা পড়েছে। গতকাল ভোরে বাচ্চু হালদার নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে তিনি মাছটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় সাড়ে ৫৭ হাজার টাকায় বিক্রি করেন।
জানা গেছে, বাচ্চু হালদার বৃহস্পতিবার রাতে পদ্মা নদীতে জাল ফেলেন। গতকাল ভোরে তার জালে ২৫ কেজি ওজনের পাঙাশ ধরা পড়ে। সকালে তিনি মাছটি স্থানীয় আড়তে তুললে নিলাম অনুষ্ঠিত হয়। সেখানে ব্যবসায়ী শাহজাহান শেখের কাছে সাড়ে ৫৭ হাজার টাকায় তিনি মাছটি বিক্রি করেন। শাহজাহান শেখ বলেন, মাছটি কিনে এক ব্যবসায়ীর কাছে সামান্য লাভে বিক্রি করে দিয়েছি।