রাজধানীর রামপুরা ব্রিজের ওপর একটি বাসে নারী যাত্রীকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে চালক, কন্ডাক্টর ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১০টায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, রামপুরা ব্রিজের ওপর থেকে অনাবিল নামে ওই বাসের চালক, কন্ডাক্টর ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টঙ্গী স্টেশন রোড থেকে মেরুল বাড্ডার উদ্দেশে দুই নারী যাত্রী ওই বাসে ওঠেন। নামার সময় ব্যাগ খুঁজে না পেয়ে তাঁরা চালক ও হেলপারের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে চালক ও হেলপার ওই নারীকে শ্লীলতাহানি ও মারধর করেন। এ সময় বাসের অন্য যাত্রী ও স্থানীয়রা তিনজনকে ধরে মারধর করে আটক রেখে পুলিশে খবর দেন। হাতিরঝিল থানা পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, ‘স্থানীয়রা বাসের চালক, কন্ডাক্টর ও হেলপারকে ঘিরে ফেলে মব সৃষ্টির চেষ্টা করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আমরা তাদের পুলিশ হেফাজতে নিয়ে আসি। এ ঘটনায় হাতিরঝিল থানায় মামলা হয়েছে। ওই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।’