এবার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান পদের নিয়োগের ক্ষমতাও হারাচ্ছেন পরিচালনা পর্ষদ বা গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি। এখন থেকে এসব পদে নিয়োগের সুপারিশ করবে সরকার নির্ধারিত কমিটি। এজন্য পৃথক কমিটি করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ওই পদগুলোতে কোন আদলে নিয়োগ দেবে, কারা করবে, কমিটি তা নির্ধারণ করবে। তার আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদের নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। গতকাল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। শীর্ষ পদগুলোতে কেন্দ্রীয়ভাবে নিয়োগের সুপারিশ করা হলে নানা অনিয়ম ও বাণিজ্যের অভিযোগ বন্ধ হবে বলেও জানান তিনি। তবে এ ব্যাপারে কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। এর আগে বেসরকারি স্কুল ও কলেজের কর্মচারী পদে নিয়োগ সুপারিশ করার ক্ষমতা গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির কাছ থেকে ডিসির নেতৃত্বাধীন কমিটিকে দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক পরিপত্র জারি করে। কর্মশালায় জানানো হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যান্ট্রি পর্যায়ের শিক্ষক পদে প্রার্থীদের নিয়োগ সুপারিশ করার দায়িত্ব এনটিআরসিএর হাতে থাকলেও তাদের পক্ষে এতদিন প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান এবং কর্মচারী পদে নিয়োগের ক্ষমতা ছিল পরিচালনা পর্ষদের হাতে। এবার প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদেও নিয়োগের ক্ষমতাও হারাতে বসেছে পরিচালনা পর্ষদ। এ সময় আরও জানানো হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যান্ট্রি পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন পদ্ধতিতে, এনটিআরসিএ পরীক্ষায় একজন প্রার্থীকে প্রিলিমিনারি পরীক্ষায় ৮০ নম্বর পেতে হবে। তবেই তিনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। ২০০ নম্বরের মধ্যে এই পরীক্ষা নেওয়া হবে। কর্মশালায় এনটিআরসিএ সদস্য এরাদুল হক, মুহম্মদ নূরে আলম সিদ্দিকী, পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখ, সচিব এ এম এম রিজওয়ানুল হক উপস্থিত ছিলেন।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
প্রকাশ:
০০:০০,
বুধবার, ০১ অক্টোবর, ২০২৫
আপডেট:
০১:৫৫,
বুধবার, ০১ অক্টোবর, ২০২৫
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান
পরিচালনা পর্ষদ হারাচ্ছে নিয়োগ ক্ষমতা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর