গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ফারিয়া তাসনিম জ্যোতির (৩২) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল সকাল সোয়া ৯টার দিকে টঙ্গীর গাজীপুরা টেকপাড়া বিল থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শাহিন আলম।
নিহত ফারিয়া চুয়াডাঙ্গার বাগানপাড়া থানার মৃত ওলিউল্লাহ আহম্মেদের মেয়ে। তিনি রাজধানীর মিরপুর এলাকায় পরিবার নিয়ে বাস করতেন এবং একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।
এর আগে রবিবার রাত সাড়ে ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে ডাক্তার ভিজিট করত আসেন ফারিয়া জ্যোতি। কাজ শেষে ফেরার পথে হাসপাতালের সামনে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ হন তিনি। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রথম দিন ঘটনাস্থল থেকে জ্যোতির স্যান্ডেল উদ্ধার হলেও খোঁজ মেলেনি জ্যোতির। তৃতীয় দিন গতকাল সকালে গাজীপুরা টেকপাড়া বিলের কচুরিপানার নিচ থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা বিথী আক্তার বলেন, হাসপাতালের সামনে ঢাকনাবিহীন কয়েকটি ময়লার ড্রেন রয়েছে। এই হাসপাতালে আসা মানুষ এবং পথচারী অনেকেই ড্রেনে পড়ে গুরুতর আহত হয়েছেন। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার অবগত করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফারিয়ার মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষই দায়ী। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এই ড্রেন বিআরটি প্রকল্পের। তারপরও হাসপাতালের পক্ষ থেকে লোহার রড দিয়ে ঢাকনা বানিয়ে দেওয়া হয়। কিন্তু কিছু দিন পর তা চুরি হয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ বলেন, এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।