নিম্নকক্ষের সিটের ভিত্তিতে উচ্চকক্ষ হলে সেটার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।
তিনি বলেন, সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন থেকে আমরা প্রস্তাব করেছি, শুধু উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) হতে পারে। আমাদের যাত্রাটা এর মাধ্যমে শুরু হোক। পরে আরও পরিবর্তন-পরিবর্ধন করে উন্নত করা যাবে। তবে নিম্নকক্ষের সিটের ভিত্তিতে উচ্চকক্ষ হলে সেটার কোনো প্রয়োজন নেই। গতকাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন, জাতীয় নাগরিক পার্টির ডা. তাসনিম জারা, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ও এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।