হিজাব পরতে বাধা দেওয়ার অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। ওই ঘটনার প্রতিবাদে প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করেছেন ভিকারুননিসা বসুন্ধরা শাখার শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টায় শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন ও একটি মিছিল নিয়ে ক্যাম্পাসের আশপাশের সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় বরখাস্ত হওয়া শিক্ষক ফজিলাতুন নাহারকে পুনর্বহাল ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। শিক্ষার্থীদের এ কর্মসূচিতে অংশ নেন সাবেক ছাত্রীরাও। এর আগে মঙ্গলবার হিজাব পরার অভিযোগে ছাত্রীদের ক্লাস থেকে বের করে দেওয়ায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত জানিয়ে চিঠি দেওয়া হয়। এতে সই করেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম। আন্দোলনরত ছাত্রীরা জানান, ফজিলাতুন নাহার আপা হিজাব পরতে নিষেধ করেননি। তিনি সঠিকভাবে হিজাব পরতে বলেছিলেন। প্যানেল শিক্ষার্থী- যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলেন, তারা শেষ পিরিয়ডে ওই ক্লাসে গেলে- আপা তাদের বলেছিলেন বাইরে গিয়ে হিজাব পরার বিষয়টি সমাধান করতে। ড্রেসকোড না মানা ছাত্রীদের বাইরে নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন স্বেচ্ছাসেবকরা। এ ঘটনাকে কিছু মিডিয়া নেতিবাচকভাবে প্রকাশ করেছে। আমরা ফজিলাতুন নাহার আপার পুনর্বহাল চাই। প্রতিষ্ঠানটির সাবেক ছাত্রী আনিসা করিম বলেন, আমি ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত এ প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি। নাহার আপা কখনো আমাদের হিজাব নিয়ে কোনো কথা বলেননি। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হচ্ছে সেগুলো ভিত্তিহীন। অভিযুক্ত শিক্ষক ফজিলাতুন নাহার বলেন, আমি যখন ক্লাসে গেলাম, গিয়ে দেখি ভলান্টিয়াররা বাচ্চাদের চেক করছে, পোশাক ঠিক আছে কি না, নখ বড় কি না, চুল বাঁধা ঠিক আছে কি না। তখন আমি বললাম, তোমরা সারা দিন কী করলা? তোমাদের যা কাজ আছে বাইরে নিয়ে যাও এদের, বাইরে নিয়ে তোমাদের দায়িত্ব পালন করো। তিনি বলেন, হিজাব পরার কারণে ক্লাসরুম থেকে ছাত্রীদের বের করে দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। আমি মেয়েদের বলেছি তোমরা হিজাব পরে স্কুলে আসবা। হিজাব কীভাবে পরতে হবে তার নিয়মও ছাত্রীদের উদ্দেশে বলেছিলেন বলে দাবি করেন এই শিক্ষক।
শিরোনাম
- হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের প্রয়োজন ২৯৪
- থাইল্যান্ডে মাদকসহ চার ইসরায়েলি সেনা গ্রেফতার
- অগ্নিদুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুতে তারেক রহমানের শোক
- অক্টোবরের ১৩ দিনে এলো ১২৭ কোটি ডলার রেমিট্যান্স
- মিসরে গাজা শান্তি সম্মেলন: দুই প্রেসিডেন্টের গোপন আলাপ ফাঁস
- মিরপুরে অগ্নিকাণ্ড : আলামত সংগ্রহ করছে সিআইডি
- মেক্সিকোর অর্ধশতাধিক রাজনীতিকের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
- গাজার সব সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জাতিসংঘ ও রেড ক্রসের
- ৪৫ ফিলিস্তিনির মরদেহ পাঠাল ইসরায়েল
- শরীয়তপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
- গাজার রাফা ক্রসিং বন্ধ ও সীমিত ত্রাণ পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের
- আগামী নির্বাচন দেশের রাজনৈতিক-অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে : মির্জা ফখরুল
- কুমিল্লা বিভাগের দাবিতে শিক্ষার্থীদের মিছিল
- গাজার ৮০ শতাংশেরও বেশি ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে: জাতিসংঘের প্রতিবেদন
- গোল্ডেন ভিসাধারীদের জন্য নতুন সিদ্ধান্ত নিল আমিরাত
- ১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ
- কক্সবাজারে ৫০ হাজার ইয়াবা জব্দ
- মিরপুরে গুদামে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
- বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
- দুই গোলে এগিয়ে থেকেও জাপানের কাছে হারল ব্রাজিল
ক্ষোভ বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে । হিজাবকাণ্ডে বরখাস্ত শিক্ষক
ভিকারুননিসার ছাত্রীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর