জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে অবৈধ বাসস্ট্যান্ড সরানোর দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এসময় শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলা থেকে মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদিক্ষণ শেষে প্রধান ফটক হয়ে শাঁখারি বাজার, রায়সাহেব বাজার মোড়ে সমাবেত হয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ শেষে পুনরায় পদযাত্রাটি রায়সাহেব বাজার মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ?শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, এ বিশ্ববিদ্যালয় দেশের একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা কেন্দ্র। অথচ এর সামনে অবৈধ বাসস্ট্যান্ড তৈরি করে চাঁদাবাজি ও মাদকের আখড়া গড়ে তোলা হয়েছে। আমাদের এক ছাত্রী কয়েকদিন আগে দুই বাসের চাপে পড়ে আহত হয়েছেন। এর আগে এখানে বাসচাপায় এক পথচারী মারা গেছেন, আমরা সেটাও ভুলিনি। তিনি আরও বলেন, আজ থেকে আমরা ঘোষণা দিচ্ছি রায়সাহেব বাজার পার হয়ে কোনো বাস ক্যাম্পাস এলাকায় প্রবেশ করতে পারবে না। যদি কোনো বাস ঢোকে, আর সেখানে কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে, এর দায়ভার প্রশাসনকেই নিতে হবে।
রবিবার থেকে বাহাদুর শাহ পার্কে যাবে না বাস : শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গতকাল উপাচার্যের সভাকক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক লালবাগ বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ সভা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয় যে, রবিবার দুপুর ১২টার পর থেকে কোনো পরিবহন রায়সাহেব বাজার থেকে বাহাদুর শাহ পার্কের দিকে প্রবেশ করবে না। সব বাস পরীক্ষামূলকভাবে আগামী এক সপ্তাহ গোয়ালঘাট থেকে ফিরে যাবে। ডিএমপি ট্রাফিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে নীতিমালা প্রস্তুত করবে। এক সপ্তাহ পর পুনরায় সভা অনুষ্ঠিত হবে।