চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুলেছে শাখা ছাত্রশিবির। তাদের দাবি, কোনো আলোচনা ছাড়াই ভোটার ও প্রার্থীদের বয়সসীমা তুলে দিয়ে ছাত্রদলকে একপক্ষীয় সুবিধা দেওয়া হয়েছে।
গতকাল সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন শাখা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ আলী। এ সময় তিনি লিখিত বক্তব্য পাঠ করেন এবং সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি মোহাম্মদ পারভেজ উদ্দিন।
লিখিত বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, ‘প্রশাসন কোনো ছাত্রসংগঠনের সঙ্গে আলোচনা না করেই বিশেষ একটি ছাত্রসংগঠনকে সুবিধা দিতে ভোটার ও প্রার্থীদের বয়সসীমা তুলে নিয়েছে। আমরা মনে করি, একটি দলের নেতাদের ছাত্রত্ব ফিরিয়ে দিয়ে তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের কাছে এর সঠিক ব্যাখ্যা দাবি করেন।
সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, শিবির সবসময় প্রস্তাব দিয়েছিল যেন শুধু নিয়মিত শিক্ষার্থীরাই নির্বাচনে অংশ নিতে পারে। কিন্তু প্রশাসন প্রথমে এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে ৩০ বছরের বয়সসীমা নির্ধারণ করে। পরে ছাত্রদলের কয়েকজন নেতা বয়সসীমার বাইরে থাকায় তা সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়।