পঞ্চগড় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুর রহমান সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের প্রকাশ্যে ‘সন্ত্রাসী’ বলে আখ্যায়িত করেছেন। ঘটনার পর গতকাল নদীর ঘাটের কার্যক্রম থেকে ওইদিনের মতো ওই ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করা হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
জানা গেছে, ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর আউলিয়ার ঘাটে মহালয়া উপলক্ষে শতাধিক যাত্রী বহনকারী নৌকা ডুবে যায়। ভয়াবহ ওই দুর্ঘটনায় ৭১ জনের মৃত্যু হয়। গতকাল ওই নৌকাডুবির তিন বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান। এ সময় করতোয়া নদীর ঘাটে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুর রহমান সাংবাদিকদের নদী পার হতে বাধা দেন। এ সময় নদীতে তিন থেকে চারটি নৌকা চলাচল করছিল এবং নৌকায় মোটরসাইকেলও পারাপার হচ্ছিল। কিন্তু সাংবাদিকরা নৌকায় উঠতে চাইলে তিনি বাধা দিয়ে বলেন, মোটরসাইকেল নেওয়া যাবে না। সাংবাদিকরা প্রশ্ন তোলেন অন্যরা মোটরসাইকেল নিয়ে পার হচ্ছে আমরা কেন নিউজের কাজে যেতে পারব না? এতে তিনি ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনি আলজাজিরা, বিবিসি বাংলা আর আন্তর্জাতিক সাংবাদিক হন আর যেই সাংবাদিক হন তাতে আমার যায় আসে না। যেতে পারবেন না। তার এমন আচরণে সাংবাদিকরা ক্যামেরায় রেকর্ড করলে কিছুক্ষণ পরই তিনি সাংবাদিকদের উদ্দেশে অশালীনভাবে বলেন- ‘আপনারা সন্ত্রাসী’।