২৩ জানুয়ারি, ২০২১ ১৯:২৭

বাংলাদেশে কোনো গৃহহীন থাকবে না: প্রবাসী কল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বাংলাদেশে কোনো গৃহহীন থাকবে না: প্রবাসী কল্যাণ মন্ত্রী

ইমরান আহমদ

সিলেটে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে মুজিববর্ষের উপহার হিসেবে জমি ও নতুন ঘর ‘স্বপ্ননীড়’ হস্তান্তর করা হয়েছে। শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সিলেটে পৃথক দু'টি ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। 

সিলেট জেলায় প্রথম ধাপে এক হাজার ৪০৬ ভূমিহীন পরিবারকে আনুষ্ঠানিকভাবে এ সব নতুন ঘর হস্তান্তর করা হয়েছে।

সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে কোন মানুষ গৃহহীন থাকবে না। সে লক্ষ্যে অবিচল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ 

অনুষ্ঠানে ইউএনও তাহমিলুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে প্রায় ১০ হাজার জমি ও ঘরহীন পরিবারকে সরকারি জমিতে ঘর বানিয়ে দেয়া হচ্ছে। এর মধ্যে সিলেট জেলায় ঘর পাবেন ৪ হাজার ৪৭৮ পরিবার।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর