কক্সবাজারের মহেশখালীতে সোনাদিয়া ভ্রমণ করে ফেরার পথে চকরিয়ার ১৫ যুবক নিয়ে একটি ইঞ্জিনচালিত বোট ডুবে গেছে। এসময় সাঁতয়ে ১৪ যুবক তীরে আসতে পারলেও একজন নিখোঁজ রয়েছেন। সোমবার রাত ৮টার দিকে মহেশখালীর সোনাদিয়া ত্রিমোহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ সাকিব হাসান (১৮) চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বাককুম পাড়ার মো. জাফর আলমের ছেলে।
খুটাখালী ইউনিয়ন পরিষদের মেম্বার অলি আহমদ বলেন, বাককুম পাড়ার ১৫ যুবক সোমবার সকালে মহেশখালীর সোনাদিয়া ভ্রমণে যায়। রাত ৮টার দিকে ফেরার পথে সোনাদিয়ার ঘড়িভাঙ্গা এলাকায় প্রবল ঢেউয়ের তোড়ে বোটটি বালু চরে আটকা পড়ে। এসময় সরকারী জরুরী সেবা নম্বর ৯৯৯ এ ফোন দিলে মহেশখালী থানা পুলিশ নৌবাহিনীর সহায়তা চায়। পরে রাত ১১টার দিকে ১৪ জনকে জীবিত উদ্ধার করলেও একজন নিখোঁজ থেকে যায়।
উদ্ধার হওয়া যুবক আবদুল্লাহ ও তৌহিদ বলেন, রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত সাঁতরিয়ে চলাচলরত বোট ও নৌবাহিনীর সহায়তায় আমরা কোনরকম বেঁচে যাই।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল হাই বলেন, বোট ডুবে যাওয়ার খবর পেয়ে নৌবাহিনীর সহায়তায় ১৪ যুবককে উদ্ধার করা হয়েছে। একজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া যুবকদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল