পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ পৃথিবীর বুকে একটি সম্মানজনক পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রীর এই অর্জনে দেশের সকল মানুষের অংশগ্রহণ রয়েছে। আমরা সকলে মিলে কাজ করেছি বলেই আজকের বাংলাদেশ পৃথিবীর বুকে উন্নয়নশীল দেশে পৌঁছে গেছে। এই ধারা অব্যাহত থাকলে ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে হবে সমৃদ্ধশালী দেশ।
দুর্গাপূজা উপলক্ষ্যে বরিশাল মহানগর এবং সদর উপজেলার ৬৮টি পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সোমবার বেলা ১২টায় বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। তিনি সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের আহ্বান জানান। তিনি আরও বলেন, কোন পূজামন্ডপে বিশৃঙ্খলা সহ্য করা হবে না। জেলা ও পুলিশ প্রশাসন এবং স্বেচ্ছাসেবক সবাই মিলে প্রতিটি মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করবে। মন্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিবুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাখাল চন্দ্র দে ও সাধারন সম্পাদক মানিক মুখার্জী, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি তমাল মালাকার ও সাধারন সম্পাদক চঞ্চল দাশ পাপ্পা প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, বিসিবির নব নির্বাচিত পরিচালক আলমগীম হোসেন খান আলো এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম