পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক এমপি বলেছেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কারণে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজ যে মাটিতে দাঁড়িয়ে আমরা আনন্দ-উচ্ছ্বাস করছি- এটি সম্ভব হয়েছে জাতির পিতার কারণে।
রবিবার সকাল ১০ টায় বরিশাল নগরীর বিএম কলেজ রোড কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এই ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে জনসমর্থন অব্যাহত রাখতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধুসহ অন্যান্যরা। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী।
বিডি প্রতিদিন/হিমেল