বাংলাদেশ ও ভারতের মধ্যে আগামী ১৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য জয়েন্ট কনসালটেশন কমিশনের (জেসিসি) বৈঠকে পানি বণ্টন এবং সীমান্ত ব্যবস্থাপনাসহ সমস্ত অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে আমাদের সবসময়ই অমীমাংসিত সমস্যা রয়েছে। আমরা এই সমস্ত বিষয়ে আলোচনা করব।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী। তিনি বলেন, জেসিসি বৈঠকে ঢাকা এবং নয়াদিল্লি, কুশিয়ারা ও ফেনীসহ বিভিন্ন আন্তঃসীমান্ত নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা করবে।
উল্লেখ্য, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শঙ্করের সাথে নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সপ্তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জেসিসি বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। -বাসস।
বিডি-প্রতিদিন/শফিক