কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু নিজ দেশের অর্থায়নে নির্মাণ করেছে। যা সারা বিশ্বে চমক সৃষ্টি করেছে। পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র ও চক্রান্ত এখনও অব্যাহত আছে। সে ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করতে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
বুধবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার গত ১৪ বছরে সারের দাম একটাও বাড়ায়নি। অথচ বিএনপি সরকারের আমলে কৃষক সারের জন্য হাহাকার করেছে। বস্তা নিয়ে নেতাকর্মী ও সারের ডিলারের বাড়ি বাড়ি ঘুরতে হয়েছে। সারের জন্য গুলি খেয়ে কৃষকে মরতে হয়েছে। আজ সেই জালেম সরকারের হাত থেকে কৃষক মুক্তি পেয়েছে। বাংলার মানুষ আর সেই ষড়যন্ত্রকারী বিএনপি-জামায়াতের সরকার দেখতে চায় না।
কালিহাতী আর.এস. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী এডভোকেট মো. কামরুল ইসলাম এমপি, সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, সদস্য এডভোকেট এ.বি.এম রিয়াজুল কবির কাওছার।
এর আগে, সম্মেলনের উদ্বোধন ঘোষণা করে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক। এছাড়াও প্রধান বক্তার বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি) এমপি। আরো বক্তব্য রাখেন কালিহাতী আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী এমপি, গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য বানভীর হাসান ছোট মনির এমপি, যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, সুভাষ চন্দ্র সাহা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ তারেক মাহমুদ পুলু প্রমুখ। সম্মেলনে মোজহারুল ইসলাম তালুকদারকে সভাপতি ও আনোয়ার হোসেন মোল্লাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক