প্রান্তিক কৃষক পর্যায়ে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে সরকারের সাথে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। তিনি বলেন, ‘প্রযুক্তি ও সমবায়কে বাদ দিয়ে টেকসই কৃষি উৎপাদন সম্ভব নয়। তাই সমবায় ব্যবস্থার মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বাড়াতে হবে।’
আজ শনিবার যশোরের মণিরামপুর উপজেলার পাঁচাকড়ি ভিলেজ সুপার মার্কেট পরিদর্শন ও সেখানকার সমবায় সমিতির সদস্যদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। সমবায় সমিতির সভাপতি দিপংকর বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মাঝে সমবায় অধিদপ্তরের ডিভিশনাল জয়েন্ট রেজিস্ট্রার মিজানুর রহমান, সলিডারিডাড নেটওয়ার্ক এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ইন্দু ভূষণ রায়, জাগরনী চক্র ফাউন্ডেশনের পরিচালক কাজী মাজেদ নেওয়াজ প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে প্রতিমন্ত্রী পাঁচাকড়ি ভিলেজ সুপার মার্কেটে সমবায় সমিতির সদস্যদের বিভিন্ন ব্যবসা পরিদর্শন ও উদ্বোধন করেন।
পরে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য আরও বলেন, ‘দেশের সংকটকালীন সময়ে বঙ্গবন্ধু কৃষির উন্নয়নে যে রূপরেখা দিয়েছিলেন, তা দেশের খাদ্য নিরাপত্তা ও স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছিল। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষি ও কৃষকদের উন্নয়নে এখন বিভিন্ন উৎপাদনমুখী কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। কৃষকের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।’
বিডি প্রতিদিন/ফারজানা