কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘২০০৯ সাল থেকে যখনই শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসেছে তখনই দেশ-বিদেশে নানান ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র শেখ হাসিনা মোকাবিলা করেছেন। আগামী ২৫ জুন পদ্মা সেতুই সবচেয়ে বড় জবাব। সরকারবিরোধী ষড়যন্ত্রের জবাব হলো পদ্মা সেতু। বাঙালি জাতির অহংকার করার মতো আরও একটি বিষয় যুক্ত হল- তাহল পদ্মা সেতু। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়বে।
আজ শনিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ‘প্রবীণ প্রকৌশলীদের সংবর্ধনা’ অনুষ্ঠানে তিনি একথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকারের যেদিকে তাকাবেন উন্নয়ন এবং উন্নয়ন। যা আগে কেউ কখনো ভাবেনি তাই বাস্তব রুপ পেয়েছে এই সরকারের সুদৃঢ় ও শক্তিশালী নেতৃত্বের ফলে। মেট্রোরেল, পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলসহ দেশের নানা প্রান্তে প্রস্তুত হওয়া তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো আগামী কয়েক বছরের মধ্যেই বদলে দেবে বাংলাদেশকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ এবং আইইবি’র প্রাক্তন প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর, আইইবি’র মাননীয় প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদা, আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী মো. নূরুজ্জামান, আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু), পিইঞ্জ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি’র সাবেক প্রেসিডেন্ট এবং পদ্মা সেতু তৈরির বিশেষজ্ঞ কারিগরিক কমিটির প্রধান অধ্যাপক ড. প্রকৌশলী এম. শামীম-উজ-জামান বসুনিয়া, পিইঞ্জ। এসময় বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, ‘আপনারা সবাই অভিজ্ঞ। আপনাদের সবার অবদানেই আজ শেখ হাসিনা সরকার উন্নয়নের মহাসড়কে উঠতে পেরেছে। অতীতের ন্যায় এভাবেই সামনের দিনগুলোতে আপনারা সহযোগিতা করবেন।’
আইইবির সাধারণ সম্পাদক বক্তব্যে বলেন, ‘আজকে প্রবীণ নয় বরং দেশের সব বিশেষজ্ঞ প্রকৌশলীদের সম্মাননা জানানো হচ্ছে। বাংলাদেশে যা কিছু মহান ও শ্রেষ্ঠ স্থাপনাগুলো তৈরি হয়েছে সেখানে আপনাদের ও ভূমিকা আছে। আপনাদের সম্মানিত করা গৌরবের।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোল্লা মোহাম্মদ আবুল হোসেন এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন আইইবি, ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার।
বিডি-প্রতিদিন/শফিক