মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, শিক্ষকদের মান উন্নয়ন হলেই ছাত্র-ছাত্রীদের মান উন্নয়ন হবে। ভালো শিক্ষক না হলে ভালো শিক্ষার্থী হওয়া সম্ভব নয়।
মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশে এসব কথা বলেন তিনি।
সমাবেশ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলার নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন মোল্লা, গাজীপুর জেলার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবির, উপজেলার ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান শরীফ ও আব্দুর রশীদসহ ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা মায়েদের জন্য বয়স্ক ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, নারী শিক্ষা, শিশু শিক্ষার ব্যবস্থা করছেন। পূর্বে মায়েদের পরিচয় লিখতে হতো না, এখন মায়েদের পরিচয় ছাড়া কোনো কাজ হয় না। আওয়ামী সরকার মায়েদের স্বীকৃতি সবক্ষেত্রেই দিয়েছে। নারীরা এখন শিক্ষক থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ স্থানে ভূমিকায় রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল