শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি বিবেচনায় নিয়ে চলতি বছরের সবধরনের শিক্ষাকার্যক্রম ৩০ নভেম্বরের মধ্যেই শেষ করা হবে।’ শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন মন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ডা. দীপু মনি বলেন, ‘যেহেতু ডিসেম্বরের শেষ নাগাদ বা জানুয়ারির শুরুর দিকে আগামী জাতীয় নির্বাচন হওয়ার কথা, সেজন্য আমরা আমাদের সব শ্রেণির যে বার্ষিক পরীক্ষা আছে এবং আমাদের ষষ্ঠ ও সপ্তম শ্রিণির যে মূল্যায়ন হবে, বার্ষিক পরীক্ষাও হবে, সেই কার্যক্রমগুলো ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে চাই। তা না হলে নির্বাচনের প্রচারের সময়টায় গেলে তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে।’
মন্ত্রী বলেন, ‘গ্রীষ্মের ছুটিটা আমরা বাতিল করে দিয়েছি। আমরা শীতের ছুটির সময়টা বাড়িয়ে দেবো, এটা আমরা ওখানে সমন্বয় করবো। আমরা আশা করবো, রাজনৈতিক দলগুলো তাদের যেকোনো কর্মসূচিই দিন না কেন, সেই কর্মসূচির কারণে যেন আমাদের সন্তানদের পড়াশোনায় ব্যাঘাত না ঘটে।’
তিনি বলেন, ‘যারা রাজনীতি করেন, আমরা বিশ্বাস করি- রাজনীতি মানুষের জন্য, দেশের জন্য এবং দেশের ভবিষ্যৎ হচ্ছে আমাদের শিক্ষার্থীরা। সেই শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে জিম্মি করে যেন কেউ কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন না করেন। জনগণের কাছেও নিশ্চয়ই সেটা গ্রহণযোগ্য হবে না। আমাদের সন্তানদের জীবনকে জিম্মি করে কেউ যদি রাজনীতি করতে চান, সেটা তো আসলে রাজনীতি হবে না, সেটি হবে অপরাজনীতি।’
বিডি-প্রতিদিন/শফিক