গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, জীবন দিয়ে হলেও নৌকার বিজয় সুনিশ্চিত করে ঘরে ফিরব, ইনশাআল্লাহ।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহের ফুলপুরে ভাষা সৈনিক এম শামসুল হক চত্বরে রবিবার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, রূপসী ইউনিয়নে আমরা বিদ্যুতায়ন করেছি, ভবন নির্মাণ করে দিয়েছি। খিলার রাস্তাটিও আমরা পাকা করে দিয়েছি। ফুলপুর পৌরসভা ভবন, উপজেলা পরিষদ ভবন ও বিভিন্ন বিদ্যালয়ে বহুতল ভবন করে দিয়েছি। সড়ক পাকাকরণের জন্য প্রায় ৩০০ কোটি টাকা মঞ্জুর হয়েছে। তারাকান্দায় ৫০ শয্যা বিশিষ্ট নতুন হাসপাতাল করেছি। মডেল মসজিদ করেছি। এছাড়া আরও নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বিএনপির কড়া সমালোচনা করেন প্রতিমন্ত্রী।
শরীফ আহমেদ বলেন, রাজাকারদের সন্তানদের উদ্দেশ্যে বলছি, আমি মুক্তিযোদ্ধার সন্তান। রাজাকারদের রাজপথ থেকে উৎখাত করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সনের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার সরকার, মুক্তিযুদ্ধের সরকার, নৌকার সরকার প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, যাদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে সেই মুক্তিযোদ্ধাদের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আগামী নির্বাচনে প্রয়োজনে জীবন দিয়ে হলেও নৌকার বিজয় সুনিশ্চিত করে ঘরে ফিরব, ইনশাআল্লাহ।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলসহকারে হাজারো নেতাকর্মী যোগ দেন এবং মিছিলে মিছিলে ও বিএনপি বিরোধী নানা স্লোগানে অনুষ্ঠানস্থল মুখরিত করে তোলেন। প্রতিমন্ত্রী নৌকা প্রতীকে উপস্থিত সকলের সমর্থন চেয়ে হাত উঠাতে বললে সবাই তাদের হাত উঁচু করে তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, পৌর মেয়র শশধর সেন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান-২ আব্দুল খালেক, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর প্রমুখ। এ সময় নতুন সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. আতাহারুল ইসলাম তালুকদার, ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ও পুলিশের চৌকস একটি টিম আইন শৃঙ্খলা রক্ষায় সভাস্থলে উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল