কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় নিহতদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় সারা দেশের পাড়া-মহল্লার মসজিদে মসজিদে দোয়া করা হয়েছে।
আজ শুক্রবার রাজধানী ঢাকার মসজিদগুলোতে জুমার নামাজ শেষে এই দোয়া করা হয়।
এর আগে, দেশব্যাপী মসজিদে মসজিদে দোয়া আয়োজনের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘সম্প্রতি ঢাকাসহ সারাদেশে বিএনপি-জামায়াতের সহিংসতায় নিহত শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শুক্রবার বাদ জুমা সারাদেশে সকল মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।’
এদিকে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বলা হয়, ‘টোটাল শাটডাউন আন্দোলন চলাকালীন সময়ে ব্যাপক অগ্নিসন্ত্রাস, নাশকতার কারণে যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শোক জ্ঞাপন ও বিদেহী আত্মার মঙ্গল কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আগামী রবিবার দেশের সকল মন্দির, প্যাগোডা ও গির্জায় সুবিধামতো সময়ে প্রার্থনা অনুষ্ঠিত হবে।’
বিডি প্রতিদিন/জুনাইদ