জনজীবন স্বাভাবিক না হওয়া পর্যন্ত যুবদল বন্যার্তদের পাশে থাকবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
বৃহস্পতিবার ফেনী পৌরসভার ১৪নং ওয়ার্ডের বিভিন্ন আশ্রয় কেন্দ্র পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণে গিয়ে তিনি এ কথা বলেন।
মুন্না বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ধর্ম, বর্ণ রাজনৈতিক পরিচয় দূরে ঠেলে যুবদলের প্রত্যেক নেতাকর্মী জাতীয় এই দুর্যোগে জনগণের পাশে থেকে এবং তাদের জানমাল নিরাপত্তায় সার্বিক দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ।
এই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলামসহ ফেনী জেলা যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/একেএ