বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সংস্কার ও নির্বাচনের টাইমফ্রেম নিয়ে বিভ্রান্তি বা সমন্বয়হীনতা নয়, বাস্তবিক, সমন্বিত ও যৌক্তিক সিদ্ধান্ত প্রয়োজন। সমন্বয়হীনতা ও দীর্ঘসূত্রিতা বিভ্রান্তি, হতাশা, ক্ষোভ সৃষ্টি করবে, তাতে পতিত স্বৈরাচার ষড়যন্ত্রের সুযোগ পাবে।’
বুধবার আজ রাতে রাজধানী ঢাকার কাজীপাড়া ক্রীড়াসংঘ আয়োজিত দ্বিতীয় স্বাধীনতা ডে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পশ্চিম কাজীপাড়া বিজয় ৩৬ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় স্কোয়াড কাজীপাড়া টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। রানার্স আপ হয় কাজীপাড়া স্পোর্টিং ক্লাব।অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, সমন্বয়হীনতা ও বিভ্রান্তি কাটিয়ে সময়ক্ষেপণ না করে দ্রুত সংলাপ, সংস্কার ও প্রস্তুতি শেষে ১৮ মাসের আগেই নির্বাচন আয়োজন সম্ভব। এজন্য অন্তর্বর্তী সরকারকে সার্বিক রোডম্যাপ দিতে হবে।
এসময় স্থানীয় নেতা সিরাজুল ইসলাম মাসুম, আহসান উল্লাহ চৌধুরী হাসান, কবীর হোসেন মিল্টন, এস এম শাহাবুদ্দিন, অ্যাডভোকেট মতিউর রহমান উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ