বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, আমরা সবার সাথে বন্ধুত্ব এবং সহমর্মিতা চাই, কারো প্রভুত্ব বা অপশাসন চাই না। বাংলাদেশ সীমান্তে পার্শ্ববর্তী দেশ জোর করে কাঁটাতারের বেড়া লাগাতে চেয়েছিল। ধন্যবাদ দায়িত্বরত বিজিবি ও জনগণকে যারা দেশের ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য সম্মিলিত ভাবে প্রতিরোধ গড়ে তুলেছেন।’
শনিবার দুপুরে নরসিংদীর মনোহরদী বাস স্টেশনে উপজেলা বিএনপির আয়োজনে ১০০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন, ‘সেই দিন শেষ হয়ে গেছে। তাবেদারি আর দালালির রাজনীতি বাংলাদেশে আর চলবে না। সেই ফ্যাসিবাদ, সেই দল বাংলাদেশকে তাবেদারিত্ব রাষ্ট্রে বানাতে চেয়েছিল। বাংলাদেশের স্বার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে পার্শ্ববর্তী দেশের দালাল রাষ্ট্র বানাতে চেয়েছিল। তবে তাদেরকে দেশের জনগণ উৎখাত করেছে।
বিএনপির নামে কেউ চাদাবাজি, টেন্ডারবাজি করলে তাকে আইনের হাতে তুলে দেয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ সাহাদাত হোসেন বিপ্লব, নরসিংদী জেলা সেচ্ছাসবক দলের সভাপতি ভিপি নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল ফজল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/বাজিত