বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ‘জামায়াতের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। জাতীয় স্বার্থে বিএনপি-জামায়াত এখনো একই অবস্থানে আছে।’
সোমবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলের আমির ডা. শফিকুর রহমানসহ জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রাজিলের রাষ্ট্রদূত। এরপর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন দলের নায়েবে আমির ডা. আবদুল্লাহ মো. তাহের।
তিনি বলেন, ‘ব্রাজিলের সঙ্গে দেশের রাজনীতি ও অর্থনীতির ইস্যুতে আলোচনা হয়। এছাড়া, বিগত সরকারের আমলে জামায়াতে ইসলামী যে দীর্ঘ দিন কেন্দ্রীয় কার্যালয় খোলা রাখতে পারেনি এবং স্বাধীনভাবে রাজনীতিতে সক্রিয় থাকতে পারেনি, সেই বিষয়গুলো নিয়েও ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।’
মো. তাহের বলেন, ‘আগামীতে কীভাবে সুষ্ঠু নির্বাচন করা যায়, এ বিষয় নিয়েও আলোচনা হয়েছে।’
বিডি প্রতিদিন/কেএ