ইউনিভার্সিটি অব লিসেস্টার আর্কিওলজিস্টের প্রত্নতাত্ত্বিকরা লিচেস্টারশায়ারের হ্যালটনের একটি গ্রামে খোঁড়াখুঁড়ি করতে গিয়ে ১১টি কঙ্কালের সঙ্গে দু’টি বিশেষ কঙ্কাল আবিষ্কার করেন। প্রত্নতাত্ত্বিকরা বিস্ময়ভরে লক্ষ্য করেন, কঙ্কাল দু’টির দুই হাত জোড়া লেগে আছে।
পরে কার্বন ডেটিং টেকনোলজির মাধ্যমে গবেষকরা বুঝতে পারেন, এই জোড়া কঙ্কাল চতুর্দশ শতকে সমাধিস্থ করা কোনো যুগলের। সমাধিস্থ করার সময় দু’জনের বয়স প্রায় সমান ছিল।
গ্রামের প্রধান গির্জায় তাদের সমাধিস্থ না করে ছোট অখ্যাত সমাধিস্থলে কেন সমাহিত করা হয়েছে এ নিয়ে এখনও বিভ্রম কাটেনি গবেষকদের।
তবে তারা মনে করছেন, বিদেশি, অসুস্থ বা অপরাধী হওয়ার কারণে তাদের প্রধান গির্জার বাইরে সমাধিস্থ করা হয়েছে।