সার্জারি করে তৃতীয় স্তন সংযোজন করিয়েছেন ম্যাসেজ থেরাপিস্ট জেসমিন ট্রিডভিট। এজন্য তাকে গুণতে হয়েছে ২০ হাজার ডলার। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ভারতের বার্তা সংস্থা ইন্ডিয়াটুডে জানিয়েছে, জেসমিন একজন রিয়েলিটি টিভি স্টার হতে চান। তৃতীয় স্তন সংযোজনের জন্য তিনি প্রায় ৫০ জন ডাক্তারের সঙ্গে কথা বলেছেন। কিন্তু তাদের কেউই এ কাজ করতে রাজি হননি। সর্বশেষ এক ডাক্তার ২০ হাজার ডলারের বিনিময়ে তা করতে রাজি হন।
প্রতিবেদনে বলা হয়, জেসমিনের পেট থেকে স্কিন টিস্যু নিয়ে সিলিকন ইমপ্লান্টের মাধ্যমে তার দ্বিতীয় স্তনের মাঝে তৃতীয় স্তনটি সংযোজন করা হয়।
জেসমিন যুক্তরাষ্ট্রের রেডিও স্টেশন রিয়াল রেডিও ১০৪.১ কে বলেন, 'স্তন সংযোজন করার জন্য ডাক্তার খুঁজে পাওয়া ছিল অনেক কঠিন কাজ। কারণ কোনো ডাক্তার তাদের আইন ভঙ্গ করে এ কাজ করবেন না বলে জানিয়েছেন।'
তিনি আরো বলেন, ‘কখনো কারো সঙ্গে ডেট করতে চাই না। তাই আমার প্রতি পুরুষরা যাতে আকৃষ্ট না হয় সে জন্যই এ পথ বেছে নেই।' তবে পরিবার মেয়ের এমন ধারণাকে কোনোভাবেই সমর্থন করেনি। এখন তার মা ও বোনেরা কেউই তার সঙ্গে কথা বলছেন না । বিষয়টা খুবই লজ্জার বলেও বাবা জানিয়ে দিয়েছেন।