যুক্তরাষ্ট্রে ওয়াশিং মেশিন থেকে ছোট্ট এক মেয়েকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাবশত ১০ বছরের ওই শিশুটি ওয়াশিং মেশিনের ড্রামে পড়ে সেখানে এক ঘণ্টারও বেশি সময় আটকে ছিল বলে পুলিশ জানিয়েছে। সম্প্রতি এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। শিশুটির নাম দিজনাহ প্রিস।
প্রিস বলেছে, ওয়াশিং মেশিনের ড্রাম থেকে কম্বল তুলে নেওয়ার সময় হঠাৎ সে ভারসাম্য হারিয়ে উপড়ি খেয়ে ড্রামের মধ্যে পড়ে যায়। তারপর সেখান থেকে আর ওঠতে পারছিল না। তার মা বার বার চেষ্টা করেও মেয়েকে উদ্ধার করতে না পেরে এক পর্যায়ে পুলিশকে খবর দেন।
পুলিশ প্রিসের বাড়িতে গিয়ে ওয়াশিং মেশিন থেকে তাকে উদ্ধার করে। তবে এ ঘটনায় প্রিসের শরীরে খুব একটা আঘাত লাগেনি। খবর মিররের