ডেঙ্গু জ্বর প্রতিরোধ করবে মশা! ডেঙ্গু প্রতিরোধী এই মশার নাম ভালো মশা। ব্রাজিলে ডেঙ্গু জ্বর প্রতিরোধে এই মশা ব্যবহার করা হচ্ছে। এজন্য মশার মধ্যে ওলবিাচিয়া নামে এক ধরনের ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে দেয়া হচ্ছে।
যার ফলে ওই মশাগুলো ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা পালন করতে পারবে। শুধু তাই নয় ওই মশাগুলোর সঙ্গে ডেঙ্গুর ভাইরাস বহন করছে এমন মশার মিলন হলে ওই মশাটির ডেঙ্গু ছড়ানোর ক্ষমতা নষ্ট হয়ে যাবে। পাশাপাশি ডেঙ্গুর প্রতিরোধী মশার বংশ বৃদ্ধিও হবে।
পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু করা হচ্ছে ব্রাজিলের সমুদ্র তীরবর্তী শহর রিওডিজেনেরিও ওর এর আশপাশের এলাকায়।
২০১২ সালের দিকে সর্বপ্রথম এ কার্যক্রম শুরু হয়। আগামী চার মাসের প্রত্যেক মাসে এ রকম ১০ হাজার মশা ছাড়া হবে।
অবশ্য ডেঙ্গু দমনে মশার ব্যবহার এটাই প্রথম নয় এর আগেই অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ায় এ পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৫ সেপ্টেম্বর, ২০১৪/এ্যানি